Homeরাজনীতিবিদ / Politicians > ব্রি: জে: (অবঃ) শেখ আবু বাকের / Brigadier General (retired) Sheikh Abu Baker (1942)
এই পৃষ্ঠাটি মোট 91564 বার পড়া হয়েছে
ব্রি: জে: (অবঃ) শেখ আবু বাকের / Brigadier General (retired) Sheikh Abu Baker (1942)
ব্রি: জে: (অবঃ) শেখ আবু বাকের Brigadier General (retired) Sheikh Abu Baker
Home District: Narail, Lohagara
নির্বাচনী এলাকার নাম ও নম্বর
৯৪ নড়াইল ২
নড়াইল জেলার সদর উপজেলার আট ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ নির্বাচনী এলাকা। এ এলাকার আওয়ামী লীগ মনোনীত বিজয়ী সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শেখ আবু বাকের (অবঃ) এর জন্ম ১৯৪২ সালের ৬ জুলাই লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে। পিতা মরহুম আদম আহমেদ এবং মাতা মরহুমা সালেহা আহমেদ। পিতা পেশায় একজন চাকুরীজীবী ছিলেন। ইতনা হাইস্কুল হতে মেট্রিক পাশ করে শেখ আবু বাকের ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর দৌলতপুর কলেজ হতে তিনি বিএ পাশ করেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাতিনীতে যোগদান করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি একজন ক্যাপ্টেন হিসাবে যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে তিনি গোপনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করেন। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য এ অকুতভয় বীর যশোর সেনানিবাস ও বিমানবন্দর কিভাবে দখল করা যায় সে ব্যাপারে আরও কিছু বাঙালি সেনা নিয়ে গোপনে প্রচেষ্ঠা চালাতে ছিলেন। পাক-বাহিনীর সদস্যগণ টের পেয়ে তাঁকে আটক করে। যশোর থেকে তাঁকে ঢাকা এনে ব্যাপক নির্যাতন করে। এমনকি কোর্ট মার্শাল করে তাঁকে মৃত্যুদন্ড দেওয়ার অবস্থাও সৃষ্টি হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ দেশ শক্রমুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি যোগদান করেন। সেখানে দক্ষতার সাথে দায়িত্ব পালন ১৯৯৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর হতেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হন। তিনি পাবলিক আন্ডারটেকিং কমিটি এবং সংসদীয় ক্রয় সংক্রান্ত কমিটির সদস্য। তিনি তাঁর এলাকায় শিক্ষা সম্প্রসারণ, রাস্তাঘাট, পুল কালভার্ট নির্মাণ ও অন্যান্য বিভিন্ন সংস্কারমূলক কাজে বিশেষ ভূমিকা রাখেন। ব্রিগেডিয়ার বাকের এর সহধর্মিনী মিসেস রওশন বাকের একজন গৃহিনী। এ পরিবারের এক ছেলে ও দুই মেয়ে। ছেলে তারিক মোরশেদ পড়াশুনা শেষে ব্যবসা করছে। মেয়ে লুবনা বাকের এবং ফারাহ বাকের পড়াশুনা শেষে বিবাহিতা হয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সপরিবারে বসবাস করছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় সব ক’টি গুরুত্বপূর্ন দেশই ব্রিগেডিয়ার বাকের ভ্রমন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সহ জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সফল করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সকল দিক দিয়ে দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে যেতে মেধা ও শ্রমের বিকাশ ঘটাতে তিনি তরুণ প্রজন্মকে উপদেশ দেন। ব্রিগেডিয়ার বাকের অবসরে দেশভ্রমণ ও খেলাধুলাকে প্রাধান্য দেন।
ঠিকানা
(ক) বাড়ী নং-২৮৮, সড়ক নং-১৯/সি, ডিওএইচএস, মহাখালী, ঢাকা সেনানিবাস-১২০৬, ঢাকা
(খ) গ্রাম+ডাকঘর-ইতনা, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইল।