মোঃ কবিরুল হক / Md. Kabirul Haque (1971) - Narail-1
মোঃ কবিরুল হক Md. Kabirul Haque
Home District: Narail, Kalia নির্বাচনী এলাকার নাম ও নম্বর ৯৩ নড়াইল-১
নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নড়াইল-১ আসনে সতন্ত্র প্রার্থীরূপে প্রতিদ্বন্দীতা করে বিপুল ভোটে জয়লাভ করেন জনাব কবিরুল হক মুক্তি বিশ্বাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপির জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং মহাজোটের প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টিও বাবু বিমল বিশ্বাস। জনপ্রিয়তার জোরে জনাব কবিরুল নির্বাচনী যুদ্ধে জয় যুক্ত হন। তিনি মূলত আওয়ামী লীগের সদস্যই ছিলেন। পরবর্তীতে তিনি মূলসংগঠনে ফিরে আসেন। জনাব কবিরুল হকের জন্ম ১৯৭১ সালের ৩০ জুন মামার গ্রাম লোহাগড়া থানার কুংড়িতে। পিতার নাম মরহুম একলাছ উদ্দিন আহম্মদ এবং মাতা মোছাম্মৎ বাকেরা বেগম। পিতা একজন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৫ সালের ১১ জুন তারিখে ঘৃনিত শত্রু কর্তৃক তিনি এবং তাঁর একপুত্র জনাব এহসানুলু হক চুন্নু নির্মমভাবে শহীদ হন। ছাত্রজীবনে জনাব কবিরুল হক মুক্তি কালিয়া পাইলট স্কুল হতে এসএসসি এবং কালিয়া আবদুস সালাম ডিগ্রি কলেজ হতে উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি পাশ করেন। ছাত্রজীবনে জনাব কবিরুল হক ছাত্রলীগের সাথে সক্রিয় ছিলেন। তিনি কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হবার পর তিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। সংসদ সদস্য হিসেবে তাঁর বলিষ্ঠ উদ্যোগে মধুমতি নদীন উপর চাপাইলঘাটে ৫৮.৬০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ, চিত্রানদীর উপর রঘুনাথপুর পয়েন্টে সেতুনির্মাণ, মহিষখোলা হতে চাতুরিয়া দীর্ঘ ৮ কিঃমিঃ মাটির রাস্তা নির্মান কাজ সম্পন্ন হয়েছে বা কাজ চলছে। এছাড়া এলাকায় অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক সংস্কার কাজে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। দেশের সঠিক ইতিহাস জেনে, দেশের প্রতি মমত্ববোধ নিয়ে এবং বিগত প্রজন্ম যা করতে পারেনি তা তরুণ-তরুণীদের করে যাবার জন্য কবিরুল হক মুক্তি উপদেশ দেন। জনাব কবিরুল হকের সহধর্মিনী নাম মিসেস চন্দনা হক। তিনি একজন শিক্ষিকা। এ পরিবারের কন্যা মাহিশা হক ও পুত্র সৌহার্দ্য হক এখনও শিশু। প্রাথমিক শিক্ষার্থী। সরকারি সফরে জনাব কবিরুল হক ভিয়েৎনাম, চীন ও সিঙ্গাপুর সফর করেছেন। সময় পেলে জনসেবাকেই গুরুত্ব দেন জনাব কবিরুল হক মুক্তি।