মোঃ শফিকুল আজম খাঁন Md. Shafiqul Azam Khan Home District: Jhenaidah, Maheshpur নির্বাচনী এলাকার নাম ও নম্বর
৮৩ ঝিনাইদহ- ৩
ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর ও মহেষপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্য জনাব শফিকুল আজম খানের জন্ম ১৯৬৬ সালের ২০ ডিসেম্বর ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভার জলিলপুর গ্রামে। পিতার নাম মরহুম মোঃ শামসুল হুদা খাঁন। শামসুল হুদা খাঁন ১৯৮৬-৯০ সালে জাতীয় পার্টি হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মাতার নাম মোসাঃ জহুরা খানম। জনাব শফিকুল আজম মেহেরপুর হাইস্কুল থেকে এসএসসি এবং যশোর এম,এম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনশাস্ত্রে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন বিশিষ্ট অ্যাডভোকেট। ছাত্রজীবন হতেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। জনাব শফিকুল মহেশপুর পৌরসভার দু’ বার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হন। জনাব শফিকুল প্রথমবারের মতো ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে কোটচাঁদপুর মহেশপুর নির্বাচনী এলাকা হতে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বহু মসজিদ ও রাস্তাঘাট নির্মাণে নেতৃত্ব দিয়েছেন। পৌরসভারা জন্য নতুন ভবন নির্মাণে তার অবদান উল্লেখ্যযোগ্য। জনাব শফিকুল আজম ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। তাঁর সহধর্মিণী মিসেস সারমিন সুলতানা জলি একজন গৃহবধু। তিনি ডিগ্রি পর্যন্ত পড়াশুনা করেছেন। এ দম্পতির দু’ কন্যা। নওশীন নাওয়ার ঢাকা ভিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রী এবং নওমী শিশু। জনাব শফিকুল আজম অবসরে খেলাধুলা ও গান শুনতে পছন্দ করেন।