
Home রাজনীতিবিদ / Politicians > কমরেড হায়দার আকবর খান রনো / Comrade Haider Akbar Khan Rono (1942)
এই পৃষ্ঠাটি মোট 91595 বার পড়া হয়েছে
কমরেড হায়দার আকবর খান রনো / Comrade Haider Akbar Khan Rono (1942)
কমরেড হায়দার আকবর খান রনো
Comrade Haider Akbar Khan Rono
Home District: Narail
প

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা হায়দার আকবর খান রণো ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। নড়াইল জেলায় এক রাজনৈতিক পরিবারের সন্তান রণো দ্বিতীয় মহাযুদ্ধের সময় জন্ম হয়েছিল বলে তাঁর ডাক নাম রাখা হয়েছিল রণো। এখন তিনি এই নামেই পরিচিত। পিতৃভূমি নড়াইল জেলার নড়াইল থানার অন্তর্গত চিত্রা নদীর পাড়ে বরশালা গ্রাম (বর্তমানে নড়াইল পৌরসভার অন্তর্গত)। নানাবাড়ি নড়াইল থানায় অন্তর্গত মির্জাপুর গ্রাম। নানা ছিলেন ছিলেন উপ-মহাদেশের বিখ্যাত রাজনীতিক সৈয়দ নওশের আলী।
পিতা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী। ১৯৬৮ সালে মরহুম হাতেম আলী খান তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকারের সড়ক ও জনপথ বিভাগের চীফ ইঞ্জিনিয়ার হিসাবে অবসরগ্রহণ করেন। সৎ ও যোগ্য অফিসার হিসাবে তাঁর খ্যাতি ছিল। ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। রণোর মা কানিজ ফতেমা মোহসিনা ছিলেন সৈয়দ নওশের আলীর দ্বিতীয় কন্যা। বাম রাজনৈতিক কর্মীদের প্রতি রণোর মা’র অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতার জন্য বাম প্রগতিশীল মহলের তিনি বিশেষ পরিচিত ও শ্রদ্ধার স্থানে অবস্থান করেছিলেন। রণোর মানসিক গড়নের ক্ষেত্রে পিতা-মাতার যথেষ্ট ভূমিকা ছিল। রণোর ছোট ভাই হায়দার আনোয়ার খান জুনোও একজন বিশিষ্ট বামপন্থি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন।
হায়দার আকবর খান রণো’র একমাত্র কন্যা রানা সুলতানা। তার দুই নাতি আছে। অরিত্র ও অন্তিক।
শিক্ষাজীবন:
হায়দার আকবর খান রণো ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। স্কুলজীবনে তিনি বরাবরই ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন। যশোর জিলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও ঢাকার সেন্টগ্রেগরী স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৮ সালে ঢাকাস্থ সেন্টগ্রেগরী স্কুল হতে ম্যট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় তদানিন্তন পূর্ব পাকিস্তানের মধ্যে তিনি মেধা তালিকায় ১২তম স্থান লাভ করেছিলেন। ১৯৬০ সালে ঢাকার নটরডেম কলেজ হতে আই এস সি পাশ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। কিন্তু পদার্থবিদ্যার কোর্স সম্পন্ন করতে পারেননি কারাবাস ও অন্যান্য কারণে। পরে তিনি কারাগারে অবস্থানকালে আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি হাইকোর্টের সনদও লাভ করেছিলেন। কিন্তু কোনদিন ওকালতি পেশা গ্রহণ করেননি।
ছোট বয়েসেই রণো বাংলা ও বিদেশী ক্ল্যাসিক্যাল সাহিত্য পাঠ করেছিলেন। কিশোর বয়সেই বাবার কাছ থেকে রবীন্দ্রনাথ, মাইকেল, নজরুল, সেক্সপিয়ারের বিভিন্ন কাব্য শুনে শুনে মুখস্থ তাঁর মুখস্থ হয়ে গিয়েছিলো। চমৎকার আবৃত্তির পাশাপাশি তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বির্তক ও সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার লাভ করেছেন। পরবর্তীতে তিনি ভালো বক্তা হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন। ছাত্রজীবনে তাকে বলা হতো অনলবর্ষী বক্তা।
ছাত্র আন্দোলনে অংশগ্রহণ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যার ছাত্র থাকা কালে ১৯৬০ সালে তিনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশিস্নষ্ট হন। ১৯৬২ সালের ফেব্রুয়ারীতে সামরিক শাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশ। ১৯৬৩ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ছিলেন তদানিন্তন সর্ববৃহৎ ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচত হন। ১৯৬১ সালে তিনি মেধাবী ছাত্র হিসাবে যে সিয়াটো স্কলারশিপ পেয়েছিলেন, তার পুরোটাই কমিউনিস্ট পার্টিকে চাঁদা হিসাবে দিয়েছিলেন।
তখন দেশে সামরিক শাসন চলছিল। প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ছিল না। কোন ছাত্র সংগঠনের অস্তিত্বও ছিল না। এই সময়ে গোপন কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট কয়েকজন ছাত্র গোপনে সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিয়েছিলেন। তার মধ্যে প্রধান ভূমিকায় ছিলেন মোহাম্মদ ফরহাদ ও হায়দার আকবর খান রণো। টার্গেট ছিল ২১ ফেব্রুয়ারীর মিছিল থেকে শুরু হবে সামরিক শাসন বিরোধী আন্দোলন। ইতোমধ্যে ৩০ জানুয়ারী শহীদ সোহরাওয়ার্দী গ্রেফতার হলে টার্গেটের তারিখ এগিয়ে আনা হয়। ঠিক হয় ১ ফেব্রুয়ারী ছাত্র ধর্মঘট ডাকা হবে। রণোসহ অন্যান্যরা এই ধর্মঘটের ব্যবস্থা করেন। ১ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট হয় এবং ঐদিন বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে ছাত্র সভা হয়েছিল, সেখানে একজনই বক্তা ছিলেন হায়দার আকবর খান রণো। সামরিক শাসনের বিরুদ্ধে তিনিই প্রথম প্রকাশ্য বক্তব্য রেখেছিলেন।
৬২ সাল জুড়ে যে ঐতিহাসিক সামরিক শাসন বিরোধী আন্দোলন ও পরবর্তীতে শিক্ষা আন্দোলন হয় রণো তার নেতৃত্বে ছিলেন। তখনো পর্যন্ত কোন সংগঠিত ছাত্র সংগঠন ছিল না। ছাত্র নেতারা ঠিক করলেন ১৯৫২ সালে গঠিত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নকে (যা ১৯৫৮ সালে সামরিক শাসনের পর বিলুপ্ত হয়ে গিয়েছিলো) পুনর্জীবিত করা হোক। বস্তুতঃ পুরাতন নাম গ্রহণ করলেও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নকে নতুন করে গঠন করা হয়েছিল।
অক্টোবর মাসে এক সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের পুনর্জন্ম হয়েছিল। ঐ সম্মেলনে হায়দার আকবর খান রণো ৬২-এর আন্দোলনের উপর রাজনৈতিক রিপোর্ট পেশ করেন। ডাঃ আহমদ জামান’কে সভাপতি, কাজী জাফর আহমদ’কে সাধারণ সম্পাদক ও হায়দার আকবর খান রণো’কে যুগ্ম সম্পাদক করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। ৬২ সালে রণো দুইবার গ্রেফতার হয়েছিলেন। ৬২-এর মার্চ মাসে তাঁকে গ্রেফতার করে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যেখানে ছাব্বিশ সেলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তিনি একত্রে ছিলেন।
পরের বছর ১৯৬৩ সালে হায়দার আকবর খান রণো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ও দক্ষ সাংগঠনিক যোগ্যতার কারণে সেই সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ক্ষুদ্র অবস্থা থেকে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল। ছাত্র আন্দোলনের কারণে ১৯৬৪ সালে তাঁর নামে হুলিয়া বের হয়, যা তখনকার সকল পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল। তিনি আত্মগোপনে গেলেন। কিন্তু দুই মাস পর ধরা পড়েন। তাঁকে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে দুই দিন ও দুই রাত জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল। ঘুমাতে দেয়া হয়নি তাঁকে। মাথার উপর রাখা হয়েছিল অনেক পাওয়ারের বৈদ্যুতিক বাতি।
১৯৬৫ সালের তাঁর জেলে থাকাকালেই ছাত্র ইউনিয়নের একাংশকে (মেনন গ্রুপ) সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। ইতোমধ্যে ১৯৬৫ সালে তিনি রেল ধর্মঘটের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং আবার স্বল্পকালের জন্য কারারুদ্ধ হন। জেলে থাকা অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, মুক্তির পর তিনি আর ছাত্র সংগঠন করবেন না এবং সরাসরি শ্রমিক বা কৃষক আন্দোলনের সাথে যুক্ত হবেন। ১৯৬৬ সালে তিনি সরাসরি শ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়েন।
শ্রমিক আন্দোলন:
১৯৬৬ সালে কাজী জাফর আহমদ ও হায়দার আকবর খান রণো টঙ্গী শ্রমিক এলাকায় শ্রমিক আন্দেলনের সঙ্গে যুক্ত হন। এই দুইজন একত্রে টঙ্গী অঞ্চলে যে শ্রমিক আন্দেলন গড়ে তুলেছিলেন তা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
হায়দার আকবর খান রণো ঢাকার বাসা ছেড়ে টঙ্গীর শ্রমিক বস্তিতে বাস করতে শুরু করেন। সাপ্তাহে এক আধবার ঢাকায় আসতেন রাজনৈতিক কারণে। মধ্যবিত্ত ঘর থেকে আসা রাজনৈতিক কর্মীর নিজস্ব বাড়ী-ঘর ছেড়ে শ্রমিক বস্তিতে দিনের পর দিন থেকে তৃণমূল পর্যায়ে শ্রমিক আন্দোলন ও বিপ্লবী সংগঠন গড়ে তোলার ঘটনা আমাদের দেশে খুব বেশী নেই। রণোর এই জীবন বিপ্লবীদের জন্য এক দৃষ্টান্ত।
গ্রেফতারী পরওয়ানা এড়িয়ে তিনি শ্রমিক কলোনী বা বস্তিতে বাস করতেন। টঙ্গীতে যে ধরণের শক্তিশালী সংগঠন গড়ে তোলা হয়েছিল তাতে এবং শ্রমিকদের মধ্যে তাঁর যে ধরণের বিশাল জনপ্রিয়তা ছিল, তাতে টঙ্গী অঞ্চল থেকে পুলিশের পক্ষে খুব বড় রকমের প্রস্তুতি ও ঝুঁকি নেয়া ছাড়া তাঁকে গ্রেফতার করা সহজ ছিল না। এরপর তিনি আর কখনো গ্রেফতার হননি। তবে আত্মগোপনে গেছেন অনেকবার।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেও তাঁর ভূমিকা ছিল। একদিকে টঙ্গীতে শ্রমিক আন্দোলন, পাশাপাশি জাতীয় রাজনৈতিক আন্দোলনে সংগঠকের ভূমিকা দুটোই পাশাপাশি চালিয়ে গেছেন। ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে টঙ্গী থেকেই শুরু হলো ঐতিহাসিক ঘেরাও আন্দোলন। এই আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। পরে ঘেরাও আন্দোলন অন্যত্র ছড়িয়ে পড়ে। রণোকে তখন টঙ্গীর বাইরে অন্যান্য শ্রমিক অঞ্চলেও যেতে হয়েছে সংগঠন গড়ে তুলতে ও নেতৃত্ব দিতে। বলা যেতে পারে তাঁর নেতৃত্বে এক নতুন ধারার শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল।
১৯৬৯-৭০ সালে দ্বিতীয় সামরিক শাসন আমলে টেক্সটাইল শ্রমিকদের যে ঐতিহাসিক দুইমাস ব্যাপী বেআইনী ধর্মঘট হয়েছিল রণো ছিলেন তার নেতৃত্বে। টঙ্গী অঞ্চলে অসংখ্য বীরত্বপূর্ণ লড়াইয়ে সেনাপতির ভূমিকা পালন করেছিলেন এই সাহসী নেতা হায়দার আকবর খান রণো। সেসব ঘটনা এখনো কিংবাদন্তির মতো রয়েছে। ১৯৭০ সালে তিনি তদানিন্তন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ ও কমিউনিস্ট আন্দোলন:
ছেলে বেলায় পারিবারিক সূত্রে তিনি কমিউনিস্ট মতাদর্শের সংস্পর্শে আসেন। কিছু কিছু মার্কসবাদী গ্রন্থ তিনি স্কুলজীবনে

১৯৭১ সালে এই সমন্বয় কমিটির নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন এলাকায় ১৪টি সশস্ত্র ঘাঁটি তৈরী হয়েছিল। এই সকল অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক পরিচালনা এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে তিনি নিয়োজিত ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ অন্যান্য সহকর্মীদের সঙ্গে তিনি শিবপুর যান যেখান থেকে পরবর্তীতে সমন্বয় কমিটির নেতৃত্বাধীন সশস্ত্র ঘাঁটি অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো। শিবপুরের সমন্বয় কমিটির অন্যতম সদস্য মান্নান ভুঁইয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল বিশাল মুক্তিবাহিনী এবং ঘাঁটি অঞ্চল। সেখান থেকে তিনি এবং রাশেদ খান মেনন নানা পথ ঘুরে টাঙ্গাইলের বিন্নাফুর গ্রামে গিয়েছিলেন মাওলানা ভাসানীর সঙ্গে সাক্ষাত করতে (৩ এপ্রিল, ১৯৭১)। পরদিনই মাওলানা ভাসানীর বাসা পাক বাহিনী কর্তৃক আক্রানত্ম হয়েছিল। একদিন পরেই ভাসানীর সঙ্গে রণো মেনন বিচ্ছন্ন হয়ে পড়েন। যুদ্ধের সময় অনেক চেষ্টা করেও তারা আর যোগযোগ করতে পারেননি।

১৯৭১ এর ১ ও ২ জুন কলকাতার বেলেঘাটায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পর্টির সহায়তায় বামপন্থীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠিত হয়েছিল। হায়দার আকবর খান রণো এই কমিটির ঘোষাণাপত্র রচনা ও পেশ করেছিলেন।
ছাত্রজীবন থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ তাঁর হয়েছিল। পরবর্তীজীবনে তিনি মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহযোগী হয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালেই রণোর পরিচয় ঘটে ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড মোজাফফর আহমদসহ ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতার সাথে। কমরেড রণোর সঙ্গে অনেক বিদেশী কমিউনিস্ট ও ওয়ার্কাস পার্টির ঘনিষ্ঠ যোগাযোগ আছে। কমিউনিস্ট পার্টিসমুহের অনেক আন্তর্জাতি সম্মেলনেও তিনি যোগাদান করেছেন।
১৯৭৩ সালে কমরেড রণো ও অন্যান্য সহকর্মীরা মিলে গঠন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী)। পরে ১৯৭৯ সালে পার্টির নাম পরিবর্তন করা রাখা হয় বাংলাদেশের ওয়ার্কাস পার্টি। প্রথম থেকেই তিনি পলিটব্যুরোর সদস্য ছিলেন। ১৯৭৯-৮৪ সাল পর্যন্ত তিনি পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৯ সালে রাশেদ খান মেননের সাথে রাজনৈতিক ও মতাদর্শগত বিরোধ তৈরি হলে তিনি ওয়ার্কাস পার্টির একাংশ নিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হন। বর্তমানে ঐ পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি কমিউনিস্ট ঐক্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মাওলানা ভাসনীর ঘানিষ্ঠ অনুসারী হলেও এবং বিভিন্ন সময় ন্যাপের কর্মকন্ডে ভূমিকা রাখলেও তিনি কখনও ন্যাপের সভ্য হননি। ১৯৭৪ সালে ইউপিপি গঠিত হলে তিনি তাঁর সহ-সভপতি ছিলেন ১৯৭৮ সাল পর্যন্ত। সুদীর্ঘ রাজনৈতিকজীবনে জাতীয় পর্যায়ের সকল রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে তিনি যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বুর্জোয়া সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং প্রতিটি রাজনৈতিক প্রশ্নে শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তত্ত্বগতভাবে এবং বাস্তব সাংগঠনিক আন্দোলনগত কাজের মধ্য দিয়ে। রণোর মধ্যে বাস্তব সংগ্রাম ও তত্ত্বেও সমন্বয় লক্ষ্য করা যায়। সাহস, দৃঢ়তা, কৌশলগত নমনীয়তা ও বুদ্ধিমত্তার এক অর্পূব সমন্বয় দেখা যায়।
এরশাদ সামরিক শাসন বিরোধী আন্দোলনে তিনি প্রথম থেকেই নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। সাতবার তাঁর নামে হুলিয়া জারী হয়েছে। প্রতিবারই তিনি আত্মগোপনে থেকে আন্দোলনকে সংগঠিত করেছেন। এরশাদ আমলের নয় বছরে তাঁর বাসায় পঞ্চাশ বারের বেশী মিলিটারী পুলিশ রেইড করেছিল। ৯০-এর গণঅভ্যুত্থানের তিনি ছিলেন অন্যতম রূপকার।
লেখালেখি:
জনাব রনো একদিকে জননেতা, অপরদিকে তাত্তি¡ক ও লেখক। রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকি


সাহিত্য ও বিজ্ঞানের উপরও তাঁর অজস্র লেখা আছে। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ২৪ বৎসর বয়সে “সাম্রাজ্যবাদের রূপরেখা”। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১) শতাব্দী পেরিয়ে, ২) ফরাসী বি
প্লব থেকে আক্টোবর বিপ্লব, ৩) পুজিবাদের মৃত্যু ঘন্টা, (৪) সোভিয়েত সমাজতন্ত্রের সত্তর বছর, ৫) গ্রাম শহরের গরীব মানুষ জোট বাধো, ৬) মার্কসবাদের প্রথম পাঠ, ৭) মার্কসীয় অর্থনীতি, ৮) মার্কসবাদ ও সশস্ত্র সংগ্রাম, ৯) সিপিবির
বন্ধুদের প্রতি (পুস্তিকা), ১০) চীনপন্থী বন্ধুদের প্রতি (পুস্তিকা), ১১) শ্রেণী দৃষ্টিকোন থেকে রবীন্দ্রনাথ, ১২) মানুষের কবি রবীন্দ্রনাথ, ১৩) কোয়ান্টাম যগৎ - কিছু বৈজ্ঞানিক ও দার্শনীক প্রশ্ন, ১৪) বাংলা সাহিত্যের প্রগতির ধারা - প্রথম ও দ্বিতীয় খন্ড, ১৫) পলাশী থেকে মুক্তিযুদ্ধ - প্রথম ও দ্বিতীয় খন্ড, ১৬) মুক্তিযুদ্ধে বামপন্থীরা (সম্পাদিত), ২০
) স্টালিন প্রসঙ্গে, ২১) অক্টোবর বিপ্লবের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট, ২২) নির্বাচিত প্রবন্ধ সংকলন (প্রথম খন্ড)।
তাঁর কিছু কিছু বই ও প্রবন্ধ বিশেষ সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০০৫ সালে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ “শতাব্দী পেরিয়ে” প্রথম আলোর নির্বাচনে বছরের সেরা বই হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। তাঁর কিছু লেখা বিদেশী ভাষায় অনুদিত হয়েছে।
২০১৬ সালে বই মেলায় প্রকাশিত নতুন বই: ১. মানুষের কবি রবীন্দ্রনাথ- প্রকাশক, বাংলা একাডেমি। ২. বাংলা সাহিত্যে প্রগতির ধারা (প্রথম খন্ড) প্রকাশক, ছায়াবীথি। ৩. নির্বাচিত প্রবন্ধ সংকলন (প্রথম খন্ড), প্রকাশক, অগ্রদূত। ৪. উত্তাল ষাদের দশক।
অন্যান্য:
হায়দার আকবর খান রণো খুব সরল জীবনযাপন করেন। নিরহঙ্কার মানুষটি সহজ সরলভাবে মিশতে পারেন যে কোন সর্বস্তরের মানুষের সঙ্গে এবং সকলেই তাঁর আন্তরিকতার স্পর্শে মুগ্ধ হন। বিশেষ করে যে গরীব জনগোষ্ঠীর মধ্যে তিনি কাজ করেন, তারা তাঁকে আপন বলে গ্রহণ করতে পারে রণোর নিজস্ব চারিত্রিক ও আচরণগত বৈশিষ্টের কারণে।
একমাত্র রাজনীতি ছাড়া অন্য কোন পেশাও তার ছিল না। তিনি ছিলেন সার্বক্ষনিক রাজনীতিবিদ। তবে খবরের কাগজে কলম লেখা ও প্রকাশিত বইয়ের থেকে তিনি কিছু অর্থ উপার্জন করেছেন।
আগ্রহের বিষয়:
তিনি সাহিত্য পড়তে ভালবাসেন। বাংলা ইংরেজী সাহিত্যের বহু কবিতা তাঁর এখনও মুখস্থ আছে। সুযোগ পেলেই তিনি ভালো সিনেমা ও নাটক দেখেন। ক্রিকেট খেলায় তাঁর আগ্রহ আছে।
তথ্য সংগ্রহে:
সাক্ষাৎকার
/
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২
তাঁর কিছু কিছু বই ও প্রবন্ধ বিশেষ সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০০৫ সালে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ “শতাব্দী পেরিয়ে” প্রথম আলোর নির্বাচনে বছরের সেরা বই হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। তাঁর কিছু লেখা বিদেশী ভাষায় অনুদিত হয়েছে।
২০১৬ সালে বই মেলায় প্রকাশিত নতুন বই: ১. মানুষের কবি রবীন্দ্রনাথ- প্রকাশক, বাংলা একাডেমি। ২. বাংলা সাহিত্যে প্রগতির ধারা (প্রথম খন্ড) প্রকাশক, ছায়াবীথি। ৩. নির্বাচিত প্রবন্ধ সংকলন (প্রথম খন্ড), প্রকাশক, অগ্রদূত। ৪. উত্তাল ষাদের দশক।
অন্যান্য:

হায়দার আকবর খান রণো খুব সরল জীবনযাপন করেন। নিরহঙ্কার মানুষটি সহজ সরলভাবে মিশতে পারেন যে কোন সর্বস্তরের মানুষের সঙ্গে এবং সকলেই তাঁর আন্তরিকতার স্পর্শে মুগ্ধ হন। বিশেষ করে যে গরীব জনগোষ্ঠীর মধ্যে তিনি কাজ করেন, তারা তাঁকে আপন বলে গ্রহণ করতে পারে রণোর নিজস্ব চারিত্রিক ও আচরণগত বৈশিষ্টের কারণে।
একমাত্র রাজনীতি ছাড়া অন্য কোন পেশাও তার ছিল না। তিনি ছিলেন সার্বক্ষনিক রাজনীতিবিদ। তবে খবরের কাগজে কলম লেখা ও প্রকাশিত বইয়ের থেকে তিনি কিছু অর্থ উপার্জন করেছেন।
আগ্রহের বিষয়:
তিনি সাহিত্য পড়তে ভালবাসেন। বাংলা ইংরেজী সাহিত্যের বহু কবিতা তাঁর এখনও মুখস্থ আছে। সুযোগ পেলেই তিনি ভালো সিনেমা ও নাটক দেখেন। ক্রিকেট খেলায় তাঁর আগ্রহ আছে।
তথ্য সংগ্রহে:
সাক্ষাৎকার
/
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২
English Virshon
Haider Akbar Khan Rano
Legendary communist leader of Bangladesh
Family Background:
Haider Akbar Khan Rano, one of the legendary figures of the communist movement of Bangladesh, was born on 31st August 1942, in the house of his maternal grandfather in Kolkata, India. Since he was born during the second world war, he was given a nickname “Rano” (Rano means ‘war’, in Bengali). He is now known by this name.
Both his maternal and paternal ancestors came from the district of Narail, in Bangladesh. He was born in a political family. His maternal grandfather Syed Nawsher Ali was a famous politician of the Indian subcontinent. His maternal grandfather’s homeland is in the village ‘Mirzapur’ in the district of Narail. His paternal homeland is in the village namely ‘Barasula’ (now it is a part of Narail municipality, situated by the side of the river ‘Chitra’).
His father Hatem Ali Khan, was a progressive minded person, a brilliant engineer and an honest officer, who retired in 1968 as chief engineer of the department of ‘Roads and Highways’ of the then East Pakistan. He died in 1999. His mother Kaniz Fatema Mohsina is the second daughter of Syed Nawsher Ali. She earns great respect and admiration in the left progressive circle, because of her genuine love and consistent help for the left political workers of the country. The role of his parents contributed much toward the formation of the mental structure and the character of Rano.
He has only one (younger) brother, Haider Anwar Khan(Juno), a prominent left politician and a heroic freedom fighter (in the war of independence of Bangladesh).
Academic Life:
During his student life, Haider Akbar Khan Rano was very brilliant student. He always stood first in the class in his school days. He studied in Jessore Zilla School, Rajshahi Collegiate School and St. Gregory’s School, Dhaka. In 1958 he passed Matriculation examination from St. Gregory’ School. In the matriculation examination he stood at 12th position in the east Pakistan. In 1960 he passed I.Sc from Noterdam College, Dhaka. In 1960 he was admitted to the Honours Course of Physics department of Dhaka University. But he could not complete the study because of imprisonment and other reasons. Later while in jail, he obtained bachelor degree in law. Later he was enrolled as an advocate in the High Court. But he never took up the profession of a lawyer.
At a very early age, Rano studied classical literature both Bengali and English. His father used to recite poems of Rabindranath, Michael, Nazrul, Shakespeare etc. Rano in his early age learnt by heart those poems, by hearing them from his father’s voice. He was very good in recitation. During his college and university life, he won many prizes in debating and literary competition. Later he became a very good orator. While he was a student leader he was known as fire brand speaker.
Student Movement:
In 1960 while student in Dhaka University he came in contact with the clandestine Communist Party. He started his active political life by leading the anti-martial law (February) student movement in 1962. In 1963-65 he was elected general secretary of East Pakistan Student Union, the then largest student’s organization of the country. In 1961 he contributed to the Communist Party the entire amount of the scholarship, he got because of his good academic result.
At that time the country was ruled by Martial Law. Political activity was banned. There was no existence of any student organization. At that time the country was ruled by martial law. Political activity was banned. There was no existence of any student organization. At that time few students including Rano who were closely linked with the clandestine Communist Party, had been preparing themselves for building anti-martial law movement. In that movement main role was played by Mohammad Farhad and Haider Akbar Khan Rano. 21st February was fixed as target date for starting the movement. However, three weeks before the target date, movement started on the demand of the release of Shahid Sahrawardi, who was arrested on 30th January. On 18th February there was successful student’s strike in Dhaka University. And on that very day there was a meeting at the famous Amtala where there was only one speaker and that was Haider Akbar Khan Rano. He was first person in the history who spoke openly against the martial law regime.
Rano led the historic anti-martial law movement (in the first part of 1962) and also the subsequent student movement known as ‘education movement’ (in the late part of 1962). At that time there was no student organization in the real sense. The student leaders decided to revive the East Pakistan Students Union (EPSU), born in 1952 (which was no longer in existence since 1958 when martial law was imposed). Although they took the name of an earlier organization, actually they created a new organization with the old name and Rano was one of its founders.
This East Pakistan Student Union was re-born in the month of October 1962. In the conference which gave birth to the new organization, Rano placed the political report on the historic ’62 movement. Dr. Ahmed Zaman, Kazi Zafar Ahmed and Haider Akbar Khan Rano ware elected president, general secretary and joint secretary respectively.
Rano was arrested twice in 1962. He was first arrested in the month of March 1962, when he was first kept in the army cantonment and then shifted to Dhaka Central Jail. In this jail, he was together with other prisoners (in a jail ward namely 26 cell) including Banga Bandhu Sheikh Mujibur Rahman.
Next year in 1963, Haider Akbar Khan Rano was elected the general secretary of East Pakistan Student Union. Under his able leadership and organizing capability the East Pakistan Student Union became the largest students organization (at that time) having its branches in every corner of the country. In 1964, government declared warrant of arrest against him (along with eight other student leaders) which was published in the first page of all the national dailies. He went underground, but soon he was arrested. For two days and two nights he was kept sitting in chair and continuously interrogated in a prison cell of special branch of police. He was not allowed to sleep and there was a high power electric bulb just above his head.
In 1965 while he was still in jail, the East Pakistan Student Union was split into two groups. After his release in the month of may 1965, he engaged himself to organize the so called Menon group, one of the two factions of the organization.
In the mean time he became associated with the railway workers strike and was again arrested in that connection.
While in jail for 14 months in 1964-65, he decided that he would no longer be engaged in the student organization and would rather build up peasant or workers movement. In 1966, he engaged himself directly in the workers movement.
Workers Movement:
In 1966 Kazi Zafar Ahmed and Haider Haider Rano got involved in the workers movement in Tongi Industrial Area. The workers movement they built up in Tongi is a glorious chapter of the history of the working class movement of Bangladesh.
Haider Akbar Khan Rano left his house (in Dhaka) and started living in the working class slum of Tongi Industrial Area.
This was a rare example how a political worker, coming from a middle class family, can live days after days in the working class slum and building working class movement and revolutionary organization at grass root level.
Side by side with the working class movement Rano continued other political activities as a communist leader. Under his leadership there developed the historic “ Gherao”(besieging) movement which started from Olympia Textile Mill in the Tongi Industrial Area in the month of February 1969. From Tongi this movement spread to other industrial areas. Then Rano had to go to those areas in order to give leadership to the spontaneously developing movements. All the same time he paid attention to develop revolutionary working class cadres.
In 1969 (December) -1970 (January) there was two months long successful textile mill workers strike at national level defying martial law. (strike was illegal and punishable offence under martial law). The strike became very successful. Rano along with Kazi Zafar Ahmed led this historic strike. There were innumerable heroic struggles of the workers of the Tongi Industrial Area, where Rano played the role of an able commander. Those struggle were something like legends and Rano was a popular name in the households of the working class area in and around Tongi. Rano was elected as the general secretary of the East Pakistan Sramik (worker) Federation, the then largest workers organization (in 1970).
Political Movement, Liberation War and Communist Movement:
Because of family influence Rano came in contact with the Communist ideology at a very early age. While still a school boy he read few Marxist literature which were collected from Kolkata. Marxist literature was banned in Pakistan till 1965. In 1966 the Party was split into two parts, due to the impact of the great international ideological polemic. He belonged to the so called pro Chinese faction of the Party. Within next two years, this faction was also sub-devided into few more factions. In 1969, he along with others formed “East Bengal Coordination Committee of The Communist Revolutionaries”. Rano was one of the organizers of the great uprise of 1969 which toppled Ayub’s military regime.
In 1971, under the leadership of the “East Bengal Coordination Committee of the Communist Revolutionaries”, there developed 14 armed guerilla bases. Rano used to maintain contact with these bases, giving political direction and organizing liberation war against Pakistan. On 27 march he along with other comrades, went to Shibpur which later became the headquarter of the above mentioned Coordination Committee and from where contacts with other armed bases were maintained. In Shibpur Upazila, there developed a powerful armed liberation force under the leadership of Mannan Bhuyan, one of the leaders of the “Coordination Committee”. In Shibpur, Haider Anwar Khan Juno, the president of the then Revolutionary Student Union and Rano’s younger brother, was one of the valiant commanders of the above mentioned liberation army. He become famous because of his heroic roles in many armed combats.
Haider Akbar Khan Rano and Rashed Khan Menon, another leader of the “Coordination Committee” went to Tangail from Shibpur to meet Moulana Bhasani (April 3, 1971). Next day Bhasani’s house in Binnafur (Tangail), was attacked by the Pakistan army. Rano and Menon lost contact with Bhasani. During the war period, they could not meet him again.
On 1st and 2nd June, 1971 left parties of Bangladesh, participating in the war against Pakistan, met in a conference at Beleghata, Kolkata, with the help from the Communist Party of India (Marxist). The conference decided to form “Coordination Committee of the National Liberation Struggle of Bangladesh” whose manifesto was drafted and placed by Haider Akbar Khan Rano.
During his student life Rano came in contact with Mowlana Bhasani. Rano played an important role in national politics as a close associate of Bhasani. In 1971, Rano come in contact with Comrade Mozaffer Ahmed, the founder of the Communist Party of India and other veteran leaders of the Indian Communist movement. Comrade Rano maintains close contact with many Communist and Workers Parties of other countries. He attended many international conferences of Communist and Workers Parties.
In 1973, he along with other comrades formed the Communist Party of Bangladesh (Leninist) which in 1979 changed its name into Workers Party of Bangladesh of which he was elected general secretary, the post he held till 1984. In 2009, because of political and ideological difference with Rashed Khan Menon, he left the party and joined the Communist Party of Bangladesh along with a faction of the Workers Party of Bangladesh. At present he is the member of the presidium of the Communist Party of Bangladesh. He is now trying to unite all the Communist factions. He says that one of his goal and wish is to see communist unity based on revolutionary principles of the Marxism-Leninism.
Although he was a follower of Mowlana Bhasani and worked for NAP, he never became a member of NAP. In 1974, when UPP was formed he became its vice president, the post he held till 1978. During his long political life he was actively and directly involved in all national political movements. He always fought against bourgeois opportunism and he always upheld the proletarian view in all the political struggles, both theoretically and practically i.e. through practical political struggle and organizational work. Rano could combine theory and practical struggle. In him one could see a unique combination of courage, determination, tactical flexibility and intelligence.
He was one of the main leaders of the movement against the Ershad military regime, which continued for nine years. Warrants of arrest ware issued against him, as many as seven times during Ershad military rule. More than fifty times his house was raided by army and police, during the nine years of military rule. He was one the architects of the mass uprise of 1990 against the military regime.
Writings:
On the one hand Rano is a mass leader on the other hand he is a theoretician and writer. His first book namely “An outline of Imperialism” (in Bengali) was published when he was only 24 years old. The following is the list of his well known books.
(1) Beyond Century
(2) From French Revolution to October Revolution
(3) Death knell of Capitalism
(4) Seventy years of Soviet Socialism
(5) First Lesson in Marxism
(6) Marxist Economy
(7) Urban and Rural Poor-Unite!
(8) Marxism and Armed Struggle
(9) Three trends of Communist Movement (booklet)
(10)To the Friends of CPB (booklet)
(11) To the Pro Chinese Friends (booklet)
(12) Rabindra Nath from a class point of view
(13) Quantum World - some scientific and philosophic questions.
(All these books are written in Bengali).
Besides he has written many essays on politics, philosophy, economics, history, science and literature.
Some of his books and articles created sensations in the left political circle on certain occasions. In 2005 his autobiography “Shatabdi Peria” (Beyond Country) was declared the best book of the year by the daily Prothom Alo and won prize. Some of his essays were translated in foreign languages.
Other aspects of Rano:
Rano lives a very simple life. Being very modest he can be friendly with all cross sections of people and everybody is attracted by his attractive personality. Particularly, the poor and the toiling people among whom he works normally consider him to be one of their own family members. This is due to his character and the quality of his behavior.
He loves to read literature. He can recite poems, both Bengali and English, many of them being recited from memory. He loves to see good dramas and films. He love to watch cricket.
Haider Akbar Khan Rano is the father of an daughter Rana Sultana and grand father of two grandsons- Aritro and Antik.
He has never taken any other profession, except politics. He is a whole timer politician. He earns some money by writing articles in the newspaper.