
Home রাজনীতিবিদ / Politicians > প্রফেসর ডা. মো. সিরাজুল আকবর / Prof. Dr. Md. Sirajul Akbar (1944)
এই পৃষ্ঠাটি মোট 91486 বার পড়া হয়েছে
প্রফেসর ডা. মো. সিরাজুল আকবর / Prof. Dr. Md. Sirajul Akbar (1944)
প্রফেসর ডা. মো. সিরাজুল আকবর
Prof. Dr. Md. Sirajul Akbar
Home District: Magura
Prof. Dr. Md. Sirajul Akbar
Home District: Magura
পারি

প্রফেসর ডা: সিরাজুল আকবর ১৯৪৪ সালের ১৩ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম এ. এফ. এম. আলী হায়দার।
পেশাগত জীবন:
জনাব আকবর পেশায় একজন চিকিৎসক (শিশু রোগ বিশেষজ্ঞ)। ১৯৬২ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম. বি. বি. এস. ডিগ্রি লাভ করেন। পরে দেশের বাইরে থেকে চিকিৎসা শাস্ত্রে ডি. সি. এইচ. এবং এফ. আর. সি. পি ডিগ্রি লাভ করেন।
জনাব আকবর পেশাগত জীবনে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক এবং শিশু স্বাস্থ্যের অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর একাডেমিক ডিরেক্টর ও চেয়ারম্যান, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পল্লী শিশু ফাউন্ডেশন, বৃহত্তর যশোহর জেলা সমিতির সভাপতিও ছিলেন তিনি। পেশাগত বিভিন্ন সেমিনার, সিম্পেজিয়ামে অংশগ্রহণসহ বিভিন্ন কারণে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশগুলোতে ভ্রমণ করেছেন তিনি। ১৯৯৫ সালে Synopsis of Child Health নামে তাঁর একটি গ্রন্থ প্রকাশিহ হয়। এছাড়াও বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক জার্নালে তাঁর ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আন্তর্জাতিক শিশু অধিকার সংক্রান্ত সম্মেলনে এবং ২০০০ সালে কানাডায় অনুষ্ঠিত ওয়ার এন্ড চিলড্রেন সম্মেলনে প্রতিনিধিত্ব করেন তিনি।
রাজনীতি ও অন্যান্য:
ডা. আকবর এবার নিয়ে দ্বিতীয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালের সপ্তম সংসদে প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক জীবনের পুরোটাই আবর্তিত হয়েছে একটি মাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঘিরে। রাজশাহী মেডিকেলে পড়ার সময় তৎকালীন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তাঁর হাতেখড়ি। পরে যোগ দেন মূল দল আওয়ামী লীগে। বর্তমানে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের আহবায়ক।
২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রফেসার ডা. মো. সিরাজুল আকবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নিতাই রায় চৌধুরিকে ১১০৭০ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন। মোট ভোট পেয়েছিলেন ৯৭ হাজার ৫০৪, যা ছিল এই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের মোট ৪৬.৩৩ ভাগ।
ডা: আকবর দুই কন্যা সন্তানের জনক।
তথ্য সংগ্রহ:
হাবিব ইবনে মোস্তফা
ছবি সংগ্রহ:
আবু বাসার আখন্দ
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২