
Home রাজনীতিবিদ / Politicians > নিতাই রায় চৌধুরী / Nitai Roy Chowdhury (1949)
এই পৃষ্ঠাটি মোট 91529 বার পড়া হয়েছে
নিতাই রায় চৌধুরী / Nitai Roy Chowdhury (1949)
নিতাই রায় চৌধুরী
Nitai Roy Chowdhury
Mohammadpur, Magura
১৯৪৯ সালে মোহাম্মদপুর উপজেলাধীন হাটবাড়িয়া গ্রামের জন্মগ্রহণ করেন। পরবর্তীতে আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত হন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্বপালন করেন। তিবি মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করেন। তিনি বর্তমানেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন।
আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে ......................
যোগাযোগ:
আবু বাসার আখন্দ
সাংবাদিক, মাছরাঙ্গা টিভি, মাগুরা
মোবাইল: ০১৭১৬২৩২৯৬২