
Home যশোর জেলা / Jessore District > শার্শা উপজেলা / Sharsha Upazila
এই পৃষ্ঠাটি মোট 99790 বার পড়া হয়েছে
শার্শা উপজেলা / Sharsha Upazila
শার্শা উপজেলার দর্শনীয় স্থান
Sightseeing of Sharsha Upazila |
||
![]() ![]() |
বেনাপোল স্থল বন্দর স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের বেনাপোল বন্দর। ১৯৪৭ সালে দেশ ভাগের পর বেনাপোলে কাস্টম অফিস চালু হয়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে আমদানি-রফতানি কাজ শুরু হয়। বর্তমানে দেশের ১৮টি চেকপোস্ট দিয়ে ভারত থেকে যে পণ্য আমদানি হয় তার ৯০ শতাংশই বেনাপোল বন্দর দিয়ে আসে। বন্দর ব্যবহারকারীদের দাবি, বেনাপোলকে পৃথক স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করে এর সদর দপ্তর যশোর কিংবা বেনাপোলে প্রতিষ্ঠা। বিস্তারিত.... অবস্থান: যশোর > ঝিকরগাছা > নাভারণ > শার্শা > বেনাপোল। দূরত্ব: যশোর শহর হতে প্রায় ৪০ কিলোমিটার। যাতায়াতের মাধ্যম: যশোর চাঁচড়া মোড় থেকে যশোর-বেনাপোল গাড়ীতে সরাসরি বেনাপোল যাওয়া যায়। |
|
---------------------------------------------------------------------------------------------------- | ||
![]() ![]() |
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর মাজার স্বাধীনতার অমর সৈনিক বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ নড়াইল জেলার মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর নূর মোহাম্মদের সাথে দুইজন সহযোদ্ধা নিয়ে ছুটিপুর ঘাঁটি হতে পাকিস্তানী সৈন্যদের উপর নজর রাখা এবং নিজস্ব প্রতিরক্ষায় নিরাপত্তার দায়িত্ব পেলেন নূর মোহাম্মদ। শত্রুর উপর নজর রাখতে গিয়ে তাঁরা নিজেরাই শত্রু'র নজরে পড়ে যান। যুদ্ধরত অবস্থায় শত্রুর গোলার আঘাতে তাঁর ডান হাঁটু ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শরীর অবশ হয়ে আসলেও শত্রুদের ব্যাতিব্যস্ত রাখার জন্য গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবিরাম গতিতে গুলি করেই চলেছেন, যাতে শত্রুরা মোস্তফা ও নান্নুর দিকে মনোযোগ দিতে না পারে। অবিরাম রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে আসতে থাকলেও সৈনিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কর্তব্যবোধ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। এই মহান বীরকে যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। বিস্তারিত.... অবস্থান: দূরত্ব: যেভাবে যেতে হবে: |
|