
Home অর্থনীতি ও বাণিজ্য (Economy and Trade) > নড়াইল বিসিক শিল্প নগরীর কাজ ২৬ বছর ধরে ফাইলবন্দী রয়েছে
এই পৃষ্ঠাটি মোট 18296 বার পড়া হয়েছে
নড়াইল বিসিক শিল্প নগরীর কাজ ২৬ বছর ধরে ফাইলবন্দী রয়েছে
নড়াইল বিসিক শিল্পনগরী কাজ প্রকল্প শুরুর ২৬ বছর পর আজও ফাইলবন্দী অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা, মনোরম পরিবেশে ও নিরাপত্তা থাকা সত্বেও নড়াইল জেলায় বিসিক শিল্প গড়ে ওঠেনি। ফলে শিল্পায়নের অভাবে নড়াইল জেলা পশ্চাৎপদই রয়ে গেছে।জেলার হাজার হাজার লোক বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
বিসিক সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালের ২৬ এপ্রিল নড়াইলে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।১৯৮৮ সালে সরকার দেশে শিল্পায়ন তরান্বিত করতে ২৪ জেলা সদরে শিল্প নগরী বাস্তবায়ন প্রকল্পের কার্যক্রম শুরু করে এবং নড়াইল জেলা সদরকেও এর তালিকাভুক্ত করা হয়।ইতোমধ্যে ওই ২৪ জেলা সদরের মধ্যে ১৯টি জেলায় শিল্প নগরী গড়ে উঠলেও নড়াইলে কোন শিল্প নগরী গড়ে তোলা হয়নি।
জানা গেছে, নড়াইলসহ ২৪ জেলা সদরে শিল্পনগরী গড়ে তুলতে ১৯৮৮ সালে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তমন্ত্রণালয় কমিটি গঠিত হয়।এ কমিটির সদস্যরা নড়াইল সফর করেন এবং শিল্প নগরী গড়ে তোলার জন্য নড়াইল শহর থেকে প্রায় ৩ কিঃ মিঃ পশ্চিম উত্তরে পৌরসভার শেষ প্রান্ত রঘুনাথপুর মৌজায় ১৪.৯৮ একর জমি নির্বাচন করেন।শিল্পনগরীর জন্য নির্বাচিত এই জমির পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী এবং নড়াইল-মাগুরা সড়ক। সে সময় সরকারি অর্থবরাদ্দ না পাওয়ায় ওই জমি অধিগ্রহন করা সম্ভব হয়নি। বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য পরে ১৯৯৯ সালে একনেক সভার সিদ্ধান্ত মোতাবেক প্রায় ১০ বছর পর পূর্বের নির্ধারিত জমির পরিবর্তে পুনরায় চিত্রা নদীর পূর্বপাড়ে আউড়িয়া ইউনিয়নের পোড়াবাদুরিয়া-সীমাখালী মৌজায় ১৫.০০একর জমি নির্বাচন করা হয়।এই জমিতে শিল্প নগরী গড়ে তোলার লক্ষ্যে ২০০১-২০০২ অর্থ বছরে প্রাথমিক পর্যায়ে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয় ধরা হয়।কিন্তু সেসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সূধী মহল দ্বিতীয় পর্যায়ে জমি নির্ধারণের ব্যাপারে জোর আপত্তি জানিয়ে সংশিষ্ট মন্ত্রনালয় একটি লিখিত অভিযোগ করলে কার্যক্রম বন্ধ হয়ে যায়।
নড়াইল বিসিকের একটি সূত্র জানায়,ভূমি অধিগ্রহণ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের নানা জটিলতার কারণে নড়াইলে বিসিক শিল্প নগরী গড়ে উঠেনি।এ ব্যাপারে নড়াইলে বিসিক’র উ-ব্যবস্থাপক আনোয়ারুল করীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,নড়াইলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেত্ত নানা জটিলতার কারণে বিসিক শিল্প নগরী গড়ে উঠছে না। তিনি নড়াইলে যোগদানের পর কয়েকবার উর্ধতন কর্তৃপক্ষের কাছে জমি অধিগ্রহনের চিঠি লিখেছেন কিন্তু কোন সাড়া মেলেনি।