
Home শিল্পী / Artist > সমু চৌধুরী / Samu Chowdhury (1964)
এই পৃষ্ঠাটি মোট 17964 বার পড়া হয়েছে
সমু চৌধুরী
Samu Chowdhury
বিশিষ্ট নাট্যভিনেতা সমু চৌধুরী ১৯৬৪ সালের ৮ জুন সোমবার যশোরের আর. এন. রোড সংলগ্ন পৈত্রিক বাড়ীতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু হয় যশোর সম্মিলনী ইনস্টিটিউশন স্কুলে। ১৯৮০ সালে এখান থেকে তিনি এস. এস. সি পাশ করেন। ১৯৮৪ সালে যশোর এম. এম. কলেজ থেকে বি. এ. পাশ করে ঢাকায় চলে আসেন। এরপর জগন্নাথ কলেজ থেকে এম. এ পাশ করেন। ছোট বেলা থেকে তিনি নাট্যচর্চা করতেন। ১৯৮১ সালে তিনি যশোর উদীচী শিল্পগোষ্ঠিতে যোগ দেন। দীর্ঘ ৮ বছর উদীচীর সাথে জড়িত ছিলেন। ১৯ -- সালে বাংলাদেশ টেলিভিশনে তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’ এর মধ্য দিয়ে তিনি টিভি অভিনেতা হিসাবে যাত্রা শুরু করেন। এ নাটকের লেখক ছিলেন সাজ্জাদ নাজির এবং প্রযোজক ছিলেন আতিকুল হক চৌধুরী। তারা এ নাটকের নায়ক হিসাবে একজন নতুন মুখের খোঁজ করছিলেন। অভিনেত্রী সমি কায়সারের সাথে সমু চৌধুরীর পূর্বপরিচয় থাকায় সমি এই নাটকের নায়ক হিসাবে সমু চৌধুরীর নাম প্রস্তাব করলেন। টেলিভিশন নাটকে তার প্রথম অভিনয়েই তিনি সবার নজর কাড়লেন। তারপর একের পর এক বহু নাটকে তিনি আভিনয় করেছেন। তার অভিনীত বহু নাটকের মধ্যে অন্যতম হচ্ছে ‘না’, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘জীনের বাদশা’, ‘পৃষ্ঠ’, ‘মা তুরাগ নদী’, ‘দূরের আকাশ’ প্রভৃতি। তিনি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এ পর্যন্ত তিনি ১১টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবি আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’। অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধু’ প্রভৃতি।
তথ্য সূত্র : সাক্ষাৎকার
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট :
ফেব্রুয়ারী ২০১২