
Home শিল্পী / Artist > রবি শঙ্কর / Robi Shankar (1920-2012)
এই পৃষ্ঠাটি মোট 17488 বার পড়া হয়েছে
রবি শঙ্কর
Robi Shankar
Kalia, Narail
পারিবারিক পরিচিতি:
‘রবিশঙ্কর’ একটি নাম। যে নামটি ইন্দ্রজালের মত মোহিত করে রেখেছে বিশ্বের সুরের জগতকে। রবিশঙ্কর নামের সঙ্গে অঙ্গিভূত হয়ে আছে সেতারের সুর। আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধ্রম্নপদী সঙ্গীতজ্ঞ রবিশঙ্কর জন্মগ্রহণ করেছিলেন ১৯২০ খৃষ্টাব্দের ৭ এপ্রিল উত্তর ভারতের কাশীতে। স্নেহময়ী মাতার নাম হেমাঙ্গিনী। রবিশঙ্কর উদয়শঙ্কর এর অনুজ। শঙ্কর পরিবারের উত্থান যে উদয় শঙ্করকে ঘিরে, তাঁর পৈতৃক বসতভিটা নড়াইলের কালিয়াতে।
উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রবিশঙ্কর হয়ে আনন্দ শঙ্কর-মমতা শঙ্কর পর্যন্ত এক ঝাঁক উজ্জ্বলতম নাম যশোরের গৌরব গাঁথায় রত্নখচিত আপন মহিমায় সমুজ্জ্বল। যদিও উদয় শঙ্কর বা রবিশঙ্করের স্মৃতিতে নড়াইল হয়তো বহু পূর্বেই বিস্মৃত এবং কখনোই যশোরের মাটির স্পর্শ তাঁদের শরীর, মন ও মনন গঠনে কোন অবদান রাখেনি, তবুও শেকড়কে অস্বীকার করা যায় না বলেই নড়াইলের কৃতি সন্তান হিসেবে তাঁরা অবিস্মরণীয়।
১৯৪১ সালে রবিশঙ্কর একুশ বৎসর বয়সে ওস্তাদ আলাউদ্দীন খাঁর কন্যা অন্নপূর্ণার সঙ্গে আলমোড়ায় প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছুদিন পর তাঁর পুত্র শুভ’র জন্ম হয়। কিন্তু তাঁদের বিবাহের সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। ১৮৮৯ সালে তিনি দ্বিতীয় বারের মত বিবাহ করেন তাঁর এক সময়ের ভক্ত ও ছাত্রী সুকন্যা রাজনকে। রবিশঙ্কর বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।
সংঙ্গীত জীবন:
১৯৩০ সালে মাত্র ১০ বছর বয়সে দাদা উদয় শঙ্করের ট্রুপে নৃত্য শিল্পী হিসেবে অন্তর্ভূক্ত হয়ে প্যারিসের উদ্দেশ্য যাত্রা করেন এবং কৃতিত্বের সঙ্গে সেখানে নৃত্য প্রদর্শন করেন।
অল্প বয়স থেকেই সেতারের সংস্পর্শে আসেন তিনি। নিজ প্রচেষ্টায় এবং প্রতিভাবলে সেতারে বিভিন্ন সুর অনুকরণ করে বাজাতেন। এভাবে এক ভুঁই ফোঁড় ওস্তাদ হয়ে শিক্ষাগ্রহণ করতে এলেন ওস্তাদ আলাউদ্দীন খাঁর নিকট।
১৯৩৮ সাল থেকে ১৯৪১ সাল পর্যন্ত রবিশঙ্কর ওস্তাদ আলাউদ্দীন খাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুর সাধনা করে জয় করেছেন সুরের জগৎকে।
শিক্ষাকালীন সময়ে ওসত্মাদ আলাউদ্দীন খাঁর অনুমতিতে রেডিওতে দু চারটে প্রোগ্রাম ও বিভিন্ন জলসায় কিছু কিছু অনুষ্ঠান করতে শুরু করেন। ১৯৪৪ সালের মে মাসে কলকাতার বৌ বাজারে এক ঘরোয়া জলসায় তাঁর প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৪৪ এর শেষের দিকে রবিশঙ্কর বোম্বে বসবাস শুরম্ন করেন। এ সময় বোম্বের ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারের ডিসকভারি অব ইন্ডিয়া ব্যালের নির্দেশনার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।
দীর্ঘদিন রবিশঙ্কর অল ইন্ডিয়া রেডিও‘র সঙ্গীত পরিচালনার দায়িত্বভার পালন করেন। এ সময়কালে পন্ডিত নেহেরুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভারতের প্রয়াত প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর সংগেও তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। শিল্পীদের প্রতি ইন্দিরা গান্ধীর ছিল প্রবল শ্রদ্ধা ও অনুরাগ।
১৯৫৬ সাল থেকে আজ অবধি ভারতীয় শাস্ত্রসংগীতের প্রতিনিধি হিসেবে পন্ডিত রবিশঙ্কর প্যারিস, বার্লিন, লন্ডন, সিডনী ও শিকাগোসহ পৃথিবীর প্রায় বড় বড় শহর গুলোতে সুরের আগুন ছড়িয়ে জয় করে চলেছেন লক্ষ লক্ষ শ্রোতাকুলের অন্তর।
পন্ডিত রবিশঙ্কর বিশ্ববিখ্যাত বেহালা বাদক ইহুদী মেনুহীনের জন্য কয়েকটা রাগাশ্রয়ী রচনা করেছিলেন। যার কতকগুলি ইউরোপের নামকরা অনুষ্ঠানগুলোতে তাঁর যৌথভাবে পরিবেশন করে ব্যাপক খ্যাতি লাভ করে ছিলেন।
তাঁর অমর সৃষ্টি বেশ কয়েকটি রাগ তাঁকে কালজয়ী করে রেখেছে। চলচ্চিত্রের ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষ স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’সহ অসংখ্য ছায়াছবিতে তিনি সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন।
এই মানব প্রেমিক, প্রাচ্য ও পাশ্চাত্য কৃষ্টির সেতু বন্ধনকারী শিল্পী রবিশঙ্কর সেতারের সুরের ঝংকারে বিশ্ববাসীকে আরো কিছু সৃষ্টি ধর্মী সুর উপহার দেওয়ার সাধনায় নিমগ্ন রয়েছেন।
স্বদেশ প্রীতি:
১৯৭০ সালে তাঁর পিতৃভূমি বাংলাদেশ প্রলয়ংকারী জলোচ্ছ্বাসের করাল গ্রাসে পতিত হলে, তিনি তাঁর ছাত্র বীটল জর্জ হ্যারিসনের সহায়তায় যুক্তরাষ্ট্রে ‘বেনিফিট কনসার্ট’ এর আয়োজন করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আর্থিক সহায়তার জন্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনসহ বিশ্ববিখ্যাত পঁচাত্তর জন শিল্পীর স্বমন্বয়ে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রবিশঙ্কর। এটি ছিলো স্মরণাতীতকালের বৃহত্তর একটি কনসার্ট সারা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দেয়।
সম্মাননা:
রবিশঙ্কর ও মেনুহীনের যৌথ প্রথম রেকর্ড ‘ওয়েস্ট মিট্স ইস্ট’ এর প্রথম ভল্যুমটা ‘গ্র্যামি’ পুরস্কার লাভ করে। এ পুরস্কারটি ‘অস্কার’ পুরস্কারের সমতুল্য। এর পরে তাঁদের আরো কয়েকটি ভল্যুম বের হয়েছিল। ১৯৬৬ সালের দিকে তিনি ‘সুপারস্টারডম’ পেয়ে গেলেন। বিশ্বব্যাপী তাঁর আরো খ্যাতি ছড়িয়ে পড়লো। এছাড়াও তিনি দেশ বিদেশে পেয়েছেন দুর্লভ সম্মান ও ভূষিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে।
তথ্য সূত্র:
যশোরের যশস্বী, শিল্পী ও সাহিত্যিক
লেখক : কাজী শওকত শাহী
-------------------------------------------------------------------------------------------------------------------------
পণ্ডিত রবি শংকর (জন্ম: ৭ই এপ্রিল, ১৯২০, বেনারস, উত্তর প্রদেশ, ভারত - মৃত্যু: ১১ই ডিসেম্বর, ২০১২, স্যান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ যিনি সেতারবাদনে কিংবদন্তীতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খান সাহেবের শিষ্য রবি শংকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তাঁর সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি ছয় দশক জুড়ে;- ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে রবি শংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।
পরিচ্ছেদসমূহ
ছেলেবেলা
রবি শংকরের পূর্ণ নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী, ঘরোয়া নাম 'রবু'। আদি পৈত্রিক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় হলেও তাঁর জন্ম ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে। সেখানেই বড় হয়েছেন তিনি। রবি শংকর ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তাঁর বাবা শ্যাম শংকর চৌধুরী ছিলেন একজন প্রথিতযশা বুদ্ধিজীবি, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। কিন্তু রবি শংকরের প্রায় পুরো ছেলেবেলাটাই বাবার অবর্তমানে কাটে। বস্তুত একরকম দারিদ্রের মধ্যেই রবি শংকরের মা হেমাঙ্গিনী তাঁকে বড় করেন। বড় ভাই উদয় শংকর ছিলেন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ঐ সময়টায় তিনি ছিলেন প্যারিসে। রবি শংকর ১৯৩০-এ মায়ের সাথে প্যারিসে বড় ভাইয়ের কাছে যান এবং সেখানেই আট বছর স্কুলে শিক্ষা গ্রহণ করেন। বার বছর বয়স থেকেই রবি শংকর বড় ভাইয়ের নাচের দলের একক নৃত্যশিল্পী ও সেতার বাদক। ঐ বয়স থেকেই তিনি অনুষ্ঠান করে বেড়িয়েছেন ভারত ও ইউরোপের বিভিন্ন শহরে।
পারিবারিক জীবন
একুশ বছর বয়েসে রবি শংকর তাঁর গুরু (যাঁকে তিনি বাবা বলে ডাকতেন) আচার্য আলাউদ্দীন খান সাহেবের মেয়ে অন্নপূর্ণা দেবীকে বিয়ে করেন। এই বিয়েতে তাঁদের একটি পুত্র সন্তান শুভেন্দ্র শংকরের জন্ম হয়। কিন্তু এই বিয়ে বিচ্ছেদে শেষ হয়।
পরবর্তীতে আমেরিকান কনসার্ট উদ্যোক্তা স্যূ জোন্স এর সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। এই সম্পর্ক একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নোরা জোন্স - রবি শংকরের এই মেয়ে একজন প্রথিতযশা জ্যাজ, পপ, আধ্যাত্মিক এবং পাশ্চাত্য লোক সঙ্গীতের শিল্পী ও সুরকার। নোরা জোন্স ২০০৩ ও ২০০৫ সালে দশটি গ্র্যামি এওয়ার্ড পেয়েছেন।
পরবর্তীতে রবি শংকর তার গুণগ্রাহী ও অনুরক্তা সুকন্যা কৈতানকে বিয়ে করেন। এই বিয়েতে তাঁর দ্বিতীয় কন্যা অনুশকা শংকরের জন্ম হয়। বাবার কাছে শিক্ষা নিয়ে অনুশকা এখন নিজেও সেতার বাজিয়ে হিসেবে প্রতিষ্ঠিত।
সঙ্গীত জীবন
১৯৩৮ সালে, আঠারো বছর বয়সে রবি শংকর বড় ভাই উদয় শংকরের নাচের দল ছেড়ে মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অমর শিল্পী আচার্য আলাউদ্দীন খান সাহেবের কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। দীক্ষা গ্রহণকালে তিনি আচার্যের পুত্র সরোদের অমর শিল্পী ওস্তাদ আলী আকবর খানের সংস্পর্শে আসেন। তাঁরা পরবর্তীতে বিভিন্ন স্থানে সেতার-সরোদের যুগলবন্দী বাজিয়েছেন। গুরুগৃহে রবি শংকর দীর্ঘ সাত বছর সেতারে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষাকাল পরিব্যাপ্ত ছিল ১৯৩৮ হতে ১৯৪৪ সাল পর্যন্ত।
১৯৩৯ সালে ভারতের আহমেদাবাদ শহরে রবি শংকরের সর্বপ্রথম সাধারণের জন্য উন্মুক্ত একক সেতার পরিবেশন অনুষ্ঠান হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত পণ্ডিত রবি শংকর নিজেকে তুলে ধরেছেন একজন বৈশ্বিক সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, পারফর্মার এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন মেধাবী দূত হিসেবে। ১৯৪৫ সালের মধ্যে রবি শংকর সেতার বাদক হিসেবে ভারতীয় ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়ে যান।
এই সময়ে রবি শংকর তাঁর সাঙ্গীতিক সৃজনশীলতার অন্যান্য শাখায়ও পদচারণা শুরু করেন। তিনি সুর সৃষ্টি, ব্যালের জন্য সঙ্গীত রচনা এবং চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। এই সময়ের বিখ্যাত ধরত্রী কি লাল এবং নীচা নগর চলচ্চিত্র দুটির সঙ্গীত রচনা ও সুরারোপ করেন। তিনি কবি ইকবালের সারে জাঁহাসে আচ্ছা কবিতাকে অমর সুরে সুরারোপিত করে ভারতীয় জাতীয় সঙ্গীতের পর সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
১৯৪৯ সালে রবি শংকর দিল্লীতে অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠা করেন বৈদ্য বৃন্দ চেম্বার অর্কেষ্ট্রা । ১৯৫০ হতে ১৯৫৫ সাল পর্যন্ত রবি শংকর অত্যন্ত নিবিড়ভাবে সঙ্গীত সৃষ্টিতে ব্যাপৃত ছিলেন। এ সময়ে তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি হলো সত্যজিৎ রায়ের অপু ত্রয়ী (পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার) চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা। পরবর্তীতে তিনি চাপাকোয়া (১৯৬৬) চার্লি (১৯৬৮) ও গান্ধী (১৯৮২) সহ আরো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।
১৯৬২ সালে পণ্ডিত রবি শংকর কিন্নর স্কুল অব মিউজিক, বম্বে এবং ১৯৬৭ সালে কিন্নর স্কুল অব মিউজিক, লস এন্জেলেস স্থাপন করেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে
রবি শংকরের সঙ্গীত ব্যক্তিত্বের দুটি ভিন্ন দিক রয়েছে: উচ্চাঙ্গ সেতার শিল্পী হিসেবে তিনি সব সময়ই ঐতিহ্যমুখী ও শুদ্ধতাবাদী; কিন্তু সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি সব সময়ই নিজের সীমাকে ছাড়িয়ে যেতে চেয়েছেন। ১৯৬৬ সালে বিটলস্-এর জর্জ হ্যারিসনের সাথে যোগাযোগের আগে থেকেই তিনি সঙ্গীতের বিভিন্ন ধারা ও তার প্রভাব নিয়ে কাজ করেছেন। এ সময় তিনি জ্যাজ সঙ্গীত, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীত নিয়ে কাজ করেছেন।
১৯৫৪ সালে সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠানের মাধ্যমে রবি শংকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বাহক হিসেবে তাঁর সেতারবাদনকে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রথম তুলে ধরেন। এরপর ১৯৫৬ সালে তিনি ইউরোপ ও আমেরিকায় সঙ্গীত পরিবেশন করেন। এ সময় তিনি এডিনবার্গ ফেস্টিভালে এবং বিখ্যাত সঙ্গীত মঞ্চ রয়াল ফেস্টিভাল হলেও বাজিয়েছেন।
১৯৬৫ সালে বীটলস্-এর জর্জ হ্যারিসন সেতারের সুর নিয়ে গবেষণা শুরু করলে রবি শংকরের সাথে তাঁর যোগাযোগ তৈরি হয় এবং পরবর্তীতে তা বন্ধুত্বে পরিণত হয়। এই বন্ধুত্ব রবি শংকরকে অতিদ্রুত আন্তর্জাতিক সঙ্গীত পরিমন্ডলে নিজস্ব অবস্থান সৃষ্টিতে সাহায্য করে। রবি শংকর পপ সঙ্গীতের গুরু জর্জ হ্যারিসনের "মেন্টর" হিসেবে পাশ্চাত্য সঙ্গীত জগতে গৃহীত হন। এর ফলে রবি শংকরকে এমন সব সঙ্গীত উৎসবে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানানো হয় যা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের উপযোগী পরিবেশ নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো "মন্টেরী পপ ফেস্টিভ্যাল", মন্টেরী, ক্যালিফোর্নিয়া; এ অনুষ্ঠানে ওস্তাদ আল্লারাখা তবলায় সঙ্গত করেছিলেন। ১৯৬৭ সালে তাঁর আমেরিকার অনুষ্ঠানমালা তাঁকে এক অভাবনীয় সফলতা এনে দিয়েছিল। অনুষ্ঠানের পর তাঁকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবার আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও ১৯৬৯ সালে তিনি উডস্টক ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করেছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে প্রচার ও মানবিক সহায়তার জন্য জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত "কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠানে সেতার বাজিয়েছিলেন। পণ্ডিত রবি শংকরই মূলতঃ এই অনুষ্ঠানের জন্য জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে "কনসার্ট ফর বাংলাদেশ" একটি অবিস্মরণীয় ঘটনা।
জর্জ হ্যারিসনের ১৯৭৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠানমালায় পণ্ডিত রবি শংকর ও তাঁর সঙ্গীরা উদ্বোধনী অংকে সঙ্গীত পরিবেশন করেছিলেন।
পণ্ডিত রবি শংকরের অমর কীর্তি হচ্ছে পাশ্চাত্য ও প্রতীচ্যের সঙ্গীতের মিলন। পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত বেহালাবাদক ইহুদী মেনুহিনের সঙ্গে সেতার-বেহালার কম্পোজিশন তাঁর এক অমর সৃষ্টি যা তাঁকে আন্তর্জাতিক সঙ্গীতের এক উচ্চ আসনে বসিয়েছে। তিনি আরো একটি বিখ্যাত সঙ্গীত কম্পোজিশন করেছেন বিখ্যাত বাঁশীবাদক জ্যঁ পিয়েরে রামপাল, জাপানী বাঁশীর সাকুহাচি গুরু হোসান ইয়ামামাটো এবং কোটো (ঐতিহ্যবাহী জাপানী তারযন্ত্র) গুরু মুসুমি মিয়াশিতার জন্য। ১৯৯০ সালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ফিলিপ গ্রাসের সঙ্গে যৌথ প্রযোজনা প্যাসেজেস তাঁর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। ২০০৪ সালে পণ্ডিত রবি শংকর ফিলিপ গ্রাসের ওরিয়ন প্রযোজনার সেতার অংশের সঙ্গীত রচনা করেন।
জীবনাবসান
২০১২ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কয়েক বৎসর যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ক্রমশ: তিনি বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার তাঁর হৃৎপিণ্ডের ভাল্ব পরবির্তন করা হয়। শল্যচিকিৎসার এই ধাক্কা তার দুর্বল শরীর সহ্য করতে পারেনি। কয়েক সপ্তাহ আগে নভেম্বরের ৪ তারিখে তিনি ক্যালিফর্নিয়াতে শ্রোতাসাধারণের জন্য সর্বশেষ বাদন উপহার দেন। [২]
চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র
রাগা (১৯৭১) হাওয়ার্ড ওয়র্থ পরিচালিত
দ্য কনসার্ট ফর বাংলাদেশ (১৯৭২)
কনসার্ট ফর জর্জ (২০০৩
প্রকাশনা
২০০৩ সাল পর্যন্ত ৬০ টি মিউজিক এলবাম
রাগ অনুরাগ (বাংলা)
রাগ মালা (১৯৬৭), (আত্মজীবনী, র্জজ হ্যারিসন সম্পাদিত) (ইংরেজি)
মিউজিক মেমরী (১৯৬৭) (ইংরেজি)
মাই মিউজিক, মাই লাইফ (১৯৬৮), (আত্মজীবনী) (ইংরেজি)
লার্নিং ইন্ডিয়ান মিউজিকঃ আ সিস্টেমেটিক এপ্রোচ (১৯৭৯) (ইংরেজি)
মূল্যায়ণ
"রবি শংকর আমার জন্য সঙ্গীতের এক অনন্য অমূল্য উপহার নিয়ে এসেছিলেন। তাঁর মাধ্যমেই আমি আমার সঙ্গীত অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করতে পেরেছি। আমার কাছে তাঁর সঙ্গীত প্রজ্ঞা এবং মানবিকতাকে একমাত্র মোজার্টের সাথে তুলনীয় মনে হয়।" - ইহুদি মেনুহিন
"রবি শংকর হচ্ছেন বিশ্ব সঙ্গীতের দেবপিতা।" - জর্জ হ্যারিসন
"রবি শংকরের কাছে আমার অনেক ঋণ; তিনি ছিলেন আমার শিক্ষকদের একজন।" - ফিলিপ গ্রাস
পুরস্কার ও সম্মাননা
১৯৬২ সালে ভারতীয় শিল্পের সর্বোচ্চ সম্মাননা পদক ভারতের রাষ্ট্রপতি পদক;
১৯৮১ সালে ভারতের সর্বোচ্চ সুশীল সমাজ পুরস্কার পদ্মভূষণ;
১৯৮৬ সালে ভারতের রাজ্যসভার সদস্য মনোনীত হন;
১৯৯১ সালে ফুকোদা এশিয়ান কালচারাল প্রাইজেস-এর গ্র্যান্ড প্রাইজ;
১৯৯৮ সালে সুইডেনের পোলার মিউজিক প্রাইজ (রে চার্লস্ এর সাথে)
১৯৯৯ সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত ভারতরত্ন;
২০০০ সালে ফরাসী সর্বোচ্চ সিভিলিয়ান এওয়ার্ড লিজিয়ন অব অনার;
২০০১ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক প্রদত্ত অনারারী নাইটহুড;
২০০২ সালে ভারতীয় চেম্বার অব কমার্স-এর লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড এর উদ্বোধনী পুরস্কার;
২০০২ এ দুটি গ্র্যামি এওয়ার্ড;
২০০৩ সালে আই এস পি এ ডিস্টিংগুইশ্ড আর্টিস্ট এওয়ার্ড, লন্ডন;
২০০৬ সালে ফাউন্ডিং এম্বাসেডর ফর গ্লোবাল এমিটি এওয়ার্ড, স্যান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র;
১৪টি সম্মানসূচক ডক্টরেট;
ম্যাগাসাসে এওয়ার্ড, ম্যানিলা, ফিলিপাইন;
গ্লোবাল এম্বাসেডর উপাধি - ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম;
ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মবিভূষণ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত দেশিকোত্তম
পণ্ডিত রবি শংকর আমেরিকান একাডেমী অব আর্টস্ এন্ড লেটারস্-এর অনারারী মেম্বার এবং ইউনাইটেড নেশনস্ ইন্টারন্যাশনাল রোস্ট্রাম অফ কম্পোজারস-এর সদস্য।
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
প্রথম আপডেট: ১২.১১.২০০৬
সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারি ২০১২