
Home উচ্চপদস্থ কর্মকর্তা / High Ranking officers > মোঃ শামসুদ্দিন / Md. Shamsuddin (1961) {Police Commissioner (DIG), BMP}
এই পৃষ্ঠাটি মোট 86810 বার পড়া হয়েছে
মোঃ শামসুদ্দিন / Md. Shamsuddin (1961) {Police Commissioner (DIG), BMP}
মোঃ শামসুদ্দিন
Md. Shamsuddin
DIG, Barisal Metropolitan Police
Md. Shamsuddin
DIG, Barisal Metropolitan Police
Home District: Bagherpara, Jessore

জনাব মো: শামসুদ্দিন ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর পৈত্রিক বাড়ী লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলী আহমেদ পেশায় একজন ব্যবসায়ী এবং মাতা সালেহা বেগম ছিলেন গৃহিণী। ৭ ভাই বোনের মধ্যে জনাব মো: শামসুদ্দিনের স্থান ২য়। তাঁর নানা বাড়ী মাগুরা জেলার শালিখা উপজেলায়। নানা মরহুম মৌলভী সাখাওয়াৎ হোসেন ছিলেন একজন বিশিষ্ট আলেম এবং সীমাখালি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক। ১৯৭৯ সাল হতে তাঁরা ব্যবসায়িক প্রয়োজনে ও আত্নীয়তার টানে স্বপরিবারে যশোরের বাঘারপাড়ায় বসবাস শুরু করেন। সেই থেকে মো: শামসুদ্দিন যশোরের বাসিন্দা।
জনাব মো: শামসুদ্দিন ১৯৮৬ সালের ২৬ ডিসেম্বর শামসুন্নাহার মেরীর সাথে তাঁর বিবাহিতজীবন শুরু হয়। তিন পুত্র সন্তানের জনক তিনি। বড় ছেলে আহমেদ মুনীর ইবনে শামস্ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র। মেজ ছেলে আবুল ফাত্তাহ ইবনে শামস্ ঢাকার আরিরাং ফ্লাইং স্কুলের পিপিএল কোর্সের ছাত্র এবং ছোট ছেলে আইমান রোহান বিন শামস্ বরিশাল Adventist International Mission School ২য় শ্রেণীতে অধ্যায়নরত।
শিক্ষাজীবন:
জনাব মো: শামসুদ্দিনের শিক্ষাজীবন শুরু হয় লক্ষীপুর জেলার দিঘলী হাইস্কুলে। ৮ শ্রেণীতে তিনি বৃত্তি পান তিনি। ১৯৭৮ সালে তিনি এই স্কুল হতে বিজ্ঞান ১ম বিভাগে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন ১৯৮০ সালে লক্ষীপুর সরকারী কলেজ থেকে। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে বিএসসি এজি. (অনার্স) পরীক্ষায় ২য় শ্রেণীতে পাশ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অনুষ্ঠিত এমএসসি এজি ইন এগ্রোনোমী পরীক্ষায় ২য় শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি।
পেশাগত জীবন:
১৯৮৬ সালে আহুত বিসিএস পরীক্ষায় বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর তারিখে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। রাজশাহীর সরদা পুলিশ একাডেমীতে ১ বছরের মৌলিক প্রশিক্ষণে ২য় স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। ১৯৯৭-১৯৯৯ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী, এ্যাংগোলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে তিনি দায়িত্ব পালন করেন। ২০০১ সালে পুলিশ সুপার হিসাবে চলতি দায়িত্ব প্রাপ্ত হন এবং ২০০৩ সালে নিয়মিতভাবে পদোন্নতি পান। ২০০৫-২০০৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হয়ে সুদানের দারপুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি অতিরিক্ত ডিআইজি এবং ২০১২ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ০১-০৫-২০১২ তারিখ হতে বরিশাল মেট্রোপলিটিয়ন পুলিশের কমিশনার হিসেবে কর্মরত আছেন।
সম্মাননা:
তিনি ১৯৯৭-১৯৯৯ এবং ২০০৫-২০০৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পান। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ফলে তিনি নির্বাচনী পদক অর্জন করেন। ১৯৯১-৯২ সালে পার্বত্য রাঙ্গামাটি জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত থাকাকালে শান্তিবাহিনীর অপতৎপরতা রোধে কার্যকর ভূমিকা রাখার জন্যে অপারেশন দাবানল পদক লাভ করেন। এছাড়াও পুলিশ সার্ভিসের নিয়মানুসারে বিভিন্ন ধরনের পদক লাভ করেন।
সামাজিক কর্মকান্ড:
www.jessore.info এর একজন সম্মানিত পৃষ্ঠপোষক তিনি। এই ওয়েবসাইটের উন্নয়ন ও এর বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কর্মকান্ডে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
তথ্য সূত্র:
সাক্ষাৎকার
সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
২৭ এপ্রিল ২০১৩